সাখাওয়াত হোসাইনঃ
কক্সবাজারের উখিয়া রাজাপালং থেকে গোপন সংবাদের অভিযান চালিয়ে শাহাজাহান (৫০) নামের এক মাদক কারবারিকে ৯ হাজার৭০০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫ ।
মঙ্গলবার ১৭ আগষ্ট আনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় জাদিমুরা ডেইলপাড়া মেসার্স উখিয়া বিল্ডার্স’র সামনে পাঁকা রাস্তার উপর ক্রয়–বিক্রয়ের সময় থাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি শাহাজাহান (৫০) উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত্যু বাহার মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং জাদিমুরা ডেইলপাড়া স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় মোঃ শাহাজাহান (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমােট ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে র্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে। দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
