উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কায়সার হামিদ মানিক,উখিয়া
কক্সবাজারের উখিয়ার থাইংখালী স্টেশন এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো, ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৬ এর নুর হাসিমের ছেলে মোঃ তৈয়ব(২৯) ও নুর বশরের ছেলে মোঃ জোবায়ের (২৩)। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ।
তিনি জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
