সাখাওয়াত হোসাইন
ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন এর মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মাসিক কল্যাণ সভা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা তাদের বক্তব্যে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক সমাধান দেন। অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রদান করেন।
উপস্থিত অফিসারদেরকে বীচ হকার মুক্ত, চুরি, ছিনতাই রোধ এবং আন্তরিকতার সাথে কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মাদক, চাঁদাবাজি সহ সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।