শত সীমাবদ্ধতার মাঝেও সততা আর সাহসের অনন্য দৃষ্টান্ত
নিজস্ব প্রতিবেদক
শত সীমাবদ্ধতায় ও ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। দায়িত্বের প্রতি যত্নশীল আর দেশ প্রেম মানুষকে করে তুলে সাহসী আর কাজের প্রতি প্রচন্ড ভালবাসা। দেশের বন বিভাগের তেমনই এক বন রক্ষার দায়িত্বে আছেন শত সীমবদ্ধতার মাঝেও যিনি বন বিভাগের স্বার্থ রক্ষায় দেশ প্রেম আর তার উপর অর্পিত দায়িত্বে প্রতি অঘাদ ভালবাসায় সাহসী ভুমিকা পালন করে যাচ্ছেন। এমনিতেই বন বিভাগের অফিসগুলো জনবল শুন্যতায় ভোগে। তার উপর ৫১ জনের অনুমোদিত পদের বিপরীতে প্রায় অর্ধেক জনবল নিয়ে একটি রেঞ্জের অধিনে ৫ টি বিট অফিস চালানো আর ২০ হাজার একর বন ভুমি রক্ষা করা যে কত কষ্ট তা একমাত্র দায়ীত্বশীলরাই বলতে পারে। আর এ অর্ধেক জনবল নিয়ে অধম্য সাহস আর দেশপ্রেমে জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক অভিযান পরিচালনা করে ভুমিদস্যুদের হাত থেকে শত শত একর বন ভুমি উদ্ধার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এতক্ষন যার কথা বলছিলাম তিনি হলেন, কক্সবাজার (উত্তর) বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের বর্তমান কর্মরত রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম। অত্যন্ত অমায়িক, ধার্মীক ও সদা হাস্যোজ্জল এ বন কর্মকর্তা ফাঁসিয়াখালী রেঞ্জে ২৯/১০/১৮ ইং তারিখ যোগদানের পর থেকে এ পর্যন্ত ১৭৭ টি অভিযান পরিচালনা করে ১৮৮ একর বনভুমি জবরদখলদার থেকে উদ্ধার করেন। তার বিপরীতে ১৭৭ টি বন মামলা করা হয়েছে। একজন মাজহারই এখন বন খেকোদের আতংক। এর ভিতরেও তিক্ত অভিজ্ঞতাও আছে। ১ তারিখ জুমনগরে উচ্ছেদ অভিযান করায় ৩ তারিখ বিট অফিসারদের মারধর করে। তাছাড়া ও কাঁকড়া বিটে উচ্ছেদ অভিযান করে ২৩০ হেক্টর বনভুমিতে বনায়ন করা হয়েছে। আর জবরদখলকারীরা সেই ভুমি দখল পুণঃপ্রতিষ্টা করতে গত বছর ৯০ হাজার চারা আর এ বছর ২ লাখ ১০ হাজার চারা রাসাযনিক প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। অনেক সময় রাজনৈতিক চাপ নিয়েও আগাতে হয়। এমপি মহোদয়দের ফোন ও অনেকবার উপেক্ষা করে রাষ্ট্রিয় সম্পদ রক্ষা করতে হয়েছে। এমনটি জানালেন রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি আরো বলেন, সরকারী বন রক্ষা করতে গিয়ে জীবনের ঝুঁকিতে আছি। তাই অনুমোদিত জনবলগুলো পুরণ করতে উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত অনুরোধ করেছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।
সচেতন মহল ও মনে করেন, অন্ততঃ বন বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জীবনের ঝুঁকি কমাতে হলেও সব জায়গায় অনুমোদিত পদগুলো পুরন করা হলে বন বিভাগের দৈন্যদশা লাগবে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারতো। বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছে।
