নিজস্ব প্রতিবেদক

টেকনাফে ঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ১১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কেউ হতাহত না থাকলেও প্রাথমিক অবস্থায় ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রায় এক ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ১১টি ঘর পুড়ে যায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিকরা হলেন- সৈয়দ আকবর, আবুল মনজুর, নুর কামাল মিস্ত্রী, সব্বির আহমদ, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, আবুল কালাম ধলু, মনির আহমদ, আবুল কাশেম লালু, আবু তাহের, নুর আয়েশা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, আকস্মিকভাবে লালুর ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান বের হয়ে দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।

তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের ইনচার্জ মোহাম্মদ শফিউল ইসলাম খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ১১টি বসতঘর পুড়ে যায়। আবুল কাশেম লালুর রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *