নিজস্ব প্রতিবেদক: পৃথিবীতে মানুষ আছেন এখনো। বন্ধুর জন্য আছেন বন্ধুও। নয়তো কি আর এভাবে ঝুঁকি নিয়ে জীবন চলে যেতো ইসরারের?
হ্যাঁ, এমনই নির্মম ঘটনা ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে।
সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ইসরার হাসনাইন (১৫)।
রোববার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে তিনি নিখোঁজ হন। তবে আজ তার লাশ পাওয়া গেছে।
সোমবার সকাল ১১ টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে ইসরারের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
নিখোঁজ ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র। শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমান উল্লাহর ছেলে।
রোববার কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে যান ইসরার। এসময় এক বন্ধুকে ভেসে যেতে দেখে উদ্ধার করতে গিয়ে নিজেই হারিয়ে যান!
