সাখাওয়াত হোসাইনঃ
টেকনাফ বাহারছড়া ইউনিয়নে গরিব কৃষকের ৭ পরিবারের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে পরপর ৭টি বাড়িতে আগুন লেগে যায়। এতে কৃষক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৬ নবেম্বর ) রাট ১১ টার সময় বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়াটের বাইন্যা পাড়া এলাকার এ ঘটনা ঘটে। আগ্নিকান্ডের সূত্রপাতের পর প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের ৫ নং ওয়াট বাইন্যা পাড়া গ্রামের নুর মোহম্মদ বাড়ির রান্না ঘর থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরও ৭টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আছেন। আসার আগেয় আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।

ক্ষতিগ্রস্থ আহম্মদ উল্লাহ, নুরুল ইসলাম, নুর মোহম্মদ, আমিনা খাতুন, বলেন, আমাদের পরিবারের গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলাম মুঠো ফোনে জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি। তাদের জন্য খাবার ও শীতের কম্বল পাঠিয়েছি রাতে। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *