সাখাওয়াত হোসাইনঃ
টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহাপরীরদ্বীপ মাজের পাড়ায় কু-প্রস্তাবে রাজী না হওয়ায় বাড়ীতে ঢুকে প্রবাসীর স্ত্রী কোহিনূর ও এক সন্তানের জননীকে (২৫) দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে উঠেছে। এ নিয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী নারী। অভিযোগ৷ সূ্ত্রে জানা যায়, রবিবার (৬ জু ) রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী আরমানের স্ত্রী কহিনুর আকতার তার নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়লে উত্তর পাড়া এলাকার মৃত জলিল বৈদ্যের ছেলে সাদেক দরজা ভেঙে ভিতরে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। পড়ে কোহিনুরকে ধর্ষণ করার চেষ্টা করে। এতে বাধা দিলে সাদেক কোহিনুরকে এলোপাতাড়ি কুপায়। এসময় তার সোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সাদেক তড়িগড়ি করে আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যাায়।
ভুক্তভোগী ওই নারী বলেছেন, ৮ বছর ধরে আমার স্বামী মালয়েশিয়াতে থাকে। বাসায় আমার ছেলে আর মাকে নিয়ে থাকি, মৃত জলিল ভদ্রের ছেলে সাদেক ১ বছর আগে থেকে আমার মোবাইলে কল দিয়ে ডিস্টার্ব করত। বিভিন্নভাবে আমাকে কু-প্রস্তাব দিতেন। তাতে রাজী না হওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো।
এ বিষয়ে অভিযুক্ত সাদেকের মোবাইলে কল দিলে এই বিষয়ে কিছু জানে না বলে মোবাইল কেটে দেন।
এব্যাপারে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ যায়েদ হোসেন বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
