সংবাদ পরিবেশক

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রচীনতম জমিদার পরিবারের মিলনমেলা আজিজনগর চেয়ারম্যান লেকে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার মানুষ মিলনমেলায় অংশ গ্রহণ করেন।মিলনমেলার আয়োজনে ছিল- লাকী কুপন, সাংকৃতিক অনুষ্ঠান, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তার ব্যবস্থা করা হয়। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উক্ত মিলনমেলায় হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসব মুখর এই মিলনমেলায় অংশ গ্রহণ করতে দেশ বিদেশ থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে মানুষ ছুটে এসেছেন বার্ষিক মিলনমেলা অনুষ্ঠানে।

যারা এই মহতী উদ্যোগ স্বাগতম জানিয়ে রেজিষ্ট্রেশন করে মিলনমেলায় অংশ গ্রহণ করেছেন এবং আলাদা আলাদা ভাবে বিভিন্ন টিম গঠন করে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিলন মেলার উদ্যোক্তাকারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *