সংবাদ পরিবেশক

কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তদের হামলায় মোঃ রিদুয়ান, মনোয়ারা বেগম ও নুর জাহান বেগমসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- একই এলাকার মৃত হেদায়েতুর রহমানের ছেলে আবু ছালেক দীর্ঘদিন ধরে জায়গাটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। বেশ কিছুদিন ধরে ওই জমিতে লোলপদৃষ্টি দেয় একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবু ছৈয়দ গং। তারা ওই জমি জবরদখলের উদ্দেশ্যে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আবু ছৈয়দের নেতৃত্বে নাছির উদ্দীনের ছেলে এহসান, মৃত আবুল হোসেনের ছেলে মোঃ এহসান, মোজাম্মেল, আজিম, খুশিদা বেগম, শাহিদা বেগমসহ ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ধারালো দা, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে থাকা ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে ৩/৪ জনকে পিটিয়ে আহত করে। এসময় তারা বসতঘর থেকে দামী জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী আবু ছালেক বলেন- আমি দীর্ঘদিন ধরে এই জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যুরা এই জমি জবরদখল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ আমার বসতভরে সন্ত্রাসী হামলা করে আমার পরিবারের ৩/৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

পেকুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *