লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার টিএন্ডটি পাড়ায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে বসবাস করছে কয়েকটি পরিবার। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দখলমুক্ত করতে দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি উঠেছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের স্বাক্ষরে গত ২০ আগষ্ট দখলদার পরিবারগুলোর কাছে চূড়ান্ত নোটিশ পাঠানো হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়- দ্রুত সরকারি জায়গা ছেড়ে দিতে হবে, অন্যথায় প্রশাসন যেকোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
স্থানীয় সচেতন মহল জানায়- “সরকারি জায়গা উদ্ধার করার এখনই উপযুক্ত সময়। পরে আর সুযোগ নাও মিলতে পারে।” বহুদিন ধরে টিএন্ডটি পাড়ার সরকারি জায়গায় ৭-৮টি পরিবার বসবাস করছে এবং সাধারণ নাগরিকদের মতো সুবিধা ভোগ করছে।
তবে পরিবারগুলোর দাবি- তাদের উদ্দেশ্য দখল নয়, বরং বহু বছর ধরে বসবাসের কারণে তারা এখন বিপাকে পড়েছেন। তাদের ভাষায়- “বর্ষার এ মৌসুমে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া সম্ভব নয়। কিছুটা সময় পেলে আমরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আবেদনও করেছি।”
ইতোমধ্যে ০২ সেপ্টেম্বর পরিবারগুলোর কাছে চূড়ান্ত উচ্ছেদ নোটিশ পৌঁছেছে। এতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই জানিয়েছেন- বর্ষার মৌসুমে উচ্ছেদ হলে পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন- “উপজেলা পরিষদের জায়গা অবৈধভাবে কেউ দখল করতে পারবে না। নোটিশ দেওয়া হয়েছে। যেকোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।”