বিশেষ প্রতিবেদক: দেশে প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভা নির্বাচনের মধ্যে সীমান্ত উপজেলা টেকনাফের ৪টি ইউনিয়নের ভোট গ্রহণ সোমবার শেষ হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন :

১নং হোয়াইক্যং ইউনিয়নে নির্বাচনী মাঠে থাকা ৩ প্রার্থীর মধ্যে চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ১০ কেন্দ্রে ভোট পেয়েছেন ৯ হাজার ১শ ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী আজিজুক হক পেয়েছেন ৬ হাজার ২শ’ ৩ ভোট।

হ্নীলা ইউনিয়ন :

২নং হ্নীলা ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১০ হাজার ৭শ’ ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আলী হোছাইন শোভন ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৬ হাজার ২শ’ ১৭ ভোট।

টেকনাফ সদর ইউনিয়ন :

৩নং টেকনাফ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৫শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া পেয়েছন ৭ হাজার ৭শ’ ৭১ ভোট।

সাবরাং ইউনিয়ন :

৪নং সাবরাং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান নুর হোসেন আনারস প্রতীক নিয়ে নৌকা প্রতীকের চেয়ে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) কেন্দ্র সূত্রে এ ফলাফলে হোয়াইক্যং এ নুর আহমদ আনোয়ারী, হ্নীলায় রাশেদ মাহমুদ আলী, টেকনাফ সদরে জিয়াউর রহমান জিয়া (নতুন মুখ) ও সাবরাং ইউনিয়নে নুর হোসেন এগিয়ে থেকে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *