নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে ২১হাজার ৪৬৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক। তিনি পেয়েছেন ১০হাজার ২৫২ ভোট।
সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
এদিকে সকাল থেকে চকরিয়া পৌরসভার ৯ ওয়ার্ডে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। সকাল ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া ৯নং ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হলেন- নুরুসশফি, সাইফুল ইসলাম, মো. হানিফ, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, আবদুস সালাম, নুরুল আমিন, মুজিবুল হক ও বেলাল উদ্দিন।
বিজয়ী সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- রাশেদা বেগম, ফারহানা ইয়াসমিন ফোরকান, আঞ্জুমান আরা বেগম।
উল্লেখ্য, চকরিয়া পৌরসভা নির্বাচনে ভোটাররা প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন।
