শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
Logo

মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: এমপি কমল 

দৈনিক মেহেদী / ২৩৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে মরহুম মুক্তিযোদ্ধা জাফর আলম স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের ফুটবল টূর্ণামেন্টে আমার সহযোগিতা সবসময় থাকবে।পরে আয়োজক কমিটির সকল কে ধন্যবাদও জানান এমপি কমল।

গত ২৩ আগষ্ট বর্ণিত ইউনিয়নের ডুলাফকির রাস্তার মাথা খেলার মাঠে ইসলামপুর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি (ভারপ্রাপ্ত) মন্জুর আলম প্রকাশ দাদা মন্জু‌রের সভাপ‌তিত্বে, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আবুু তালে‌বের উ‌দ্বোধনে ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে, ফাইনাল খেলায় পূর্ব না‌পিতখালী চাকা দোকান ফুটবল একাদশ ইসলামপুর বনামকে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জি ডা‌ব্লিউ স্পো‌র্টিং ক্লাব পূর্ব বোয়ালখালী ইসলামাবাদ।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় অনু‌ষ্ঠিত ফাইনাল খেলা শে‌ষে পুরস্কার বিতরণ করেন,  প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা, যুবলীগ নেতারা, স্বেচ্ছাসেবক লীগ নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আরো নিউজ বিভন্ন বিভাগের

আমাদের ফেইজবুক লাইক দিন

বাংলাদেশের মানচিত্র

Theme Customize By Monsur Alam