নিজস্ব প্রতিবেদক: সৃষ্টির সর্বশেষ নবী দু-জাহানের বাদশা, বিশ্ব মানবতার পথপ্রদর্শক মহানবী হজরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে ১০০ টির অধিক পবিত্র আল কোরআনের বাংলা মর্মবাণী উপহার দেন।

ব্যবসায়ী শাহাদত কবির সাকি উপজেলার বারবাকিয়া ইউপির কাদিমাকাটা এলাকার শাহাবউদ্দিনের ছেলে।

শাহাদত কবির সাকি বলেন, ১২ রবিউল আওয়াল বিশ্ব শান্তি প্রতিষ্টাতা যিনি না হলে এই পৃথিবী সৃষ্টি হত না সেই মহামানবের জন্ম ও মৃত্যু দিনে আমার মত একজন নগণ্য বান্দা পবিত্র আল কোরআন উপহার দিয়ে কোরআনের আলোয় আলোকিত করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আল্লাহ সকলে কোরআল পড়ার ও বুঝার তৌফিক দান করুক।

পবিত্র আল কোরআন উপহার পেয়ে হুমায়ন কবির বলেন, আল্লাহর প্রিয় মানব পৃথিবীর সর্বশেষ নবীর জন্ম দিনে শাহাদত কবির সাকির কোরআন উপহার কে আমি সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *