নিজস্ব প্রতিবেদক: এলাকায় ব্যাপক সুনাম রয়েছে তরুণ মেম্বার প্রার্থী কামরুল আমিন কমরু। কক্সবাজারের রামু উপজেলার ৬নং ওয়ার্ডে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে সবাই তাকে চিনেন। এলাকায় তুমুল জনপ্রিয়তাও রয়েছে তার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের লোকজন কামরুল আমিনকে মেম্বার পদে নির্বাচন করার উৎসাহ দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
ওয়ার্ডের ভোটারদের জরিপে তিনি অন্যান্য প্রার্থীর চেয়ে জনপ্রিয়তায় বহু এগিয়ে রয়েছে। ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার লোকজন হিসেব কষে যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিটি ঘরে, বাজারে ও চায়ের দোকানে আলোচনা-সমালোচনা চলছে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নিয়ে। ইতিমধ্যে অনেকজন প্রার্থী থাকলেও ওয়ার্ডের লোকজনের প্রত্যাশা নতুন কোন মুখ এবার মেম্বার নির্বাচিত হোক। তাই পরিচ্ছন্ন ও সামাজিক প্রার্থী খুঁজছে ঈদগড়ের ৬নং ওয়ার্ডের জনগন।
একই এলাকার জিয়াবুল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডের লোকজন এবার নতুন মুখ দেখতে চায়। একই সাথে সামাজিক ও পরিচ্ছন্ন ব্যক্তিকে মূল্যায়ন করবে এলাকার মানুষ। যোগ্য মানুষ দেখেই ভোট দিবে অনেকেই। এক্ষেত্রে কামরুল আমিনই অনেক এগিয়ে রয়েছে বলে এলাকায় আলোচনা চলছে।
নতুন পাড়া এলাকার রহিম উদ্দীন বলেন, এলাকার ছেলে হিসেবে কামরুল আমিনের বেশ নাম ও সুনাম রয়েছে। সামাজিক মানুষও তিনি। সচেতন মানুষ ও ভোটারদের জরিপেও এগিয়ে রয়েছে কমরু। মানুষ যোগ্য লোক ও নতুন মুখ দেখেই এবার মেম্বার নির্বাচিত করবে বলে আশা রয়েছে।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, পুরাতন নেতৃত্বে তারা আগ্রহী নন। এলাকায় নতুন মুখ চান জনগণ। দ্বিতীয় দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের ঈদগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ভোটারের জরিপে অনেক এগিয়ে রয়েছে তরুণ মেম্বার প্রার্থী কামরুল আমিন। বিভিন্ন সামাজিক কাজে জড়িত থাকায় জনগণের সেবায় অনেক অভিজ্ঞতা রয়েছে তার। তাছাড়া পরিচ্ছন্ন লোক হিসেবে সুনাম রয়েছে এলাকায়। সেই ক্ষেত্রে অনেকেই তাকে ৬নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করার স্বপ্ন দেখছেন।
এবিষয়ে জানতে চাইলে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামরুল আমিন বলেন, এলাকার লোকজনের হাতেই সব ক্ষমতা। তারা জানে এলাকায় কে ভালো আর কে খারাপ। জনগণ আশা করি ভালো প্রার্থীকে নির্বাচিত করবে। এলাকার জনগণ আমাকে মেম্বার প্রার্থী হওয়ার জন্য উৎসাহ দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এলাকার লোকজনের ভালোবাসায় আমিও আশা প্রকাশ করেছি ৬নং ওয়ার্ডের মেম্বার নির্বাচন করার। আমার বিশ্বাস রয়েছে এলাকার সকল শ্রেণির লোকজন আমার সাথে রয়েছে এবং থাকবে।
