টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে ‘ধর্মের বোন’ ডেকে এক রোহিঙ্গা নারীকে ধর্ষণের অভিযোগে ধর্মীয় ভাইকে আটক করেছে ১৬এপিবিএন পুলিশ। তবে স্থানীয় রোহিঙ্গাদের ধারণা দুজনের মধ্যে কোন বিষয় নিয়ে মত পার্থক্যের কারণে এই জাতীয় ঘটনার সুত্রপাত।

সুত্র জানায়, বুধবার (২০ অক্টোবর) সকালে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন ক্যাম্পে লেদা ২৪নং ক্যাম্পের ব্লক-সি/১৭ এর ১৩৪১নং রোমের বাসিন্দার স্ত্রী (প,আ) আদ্যাক্ষরের এক গৃহবধু (৪০) কে গত ১৭ অক্টোবর রাত ৮টায় ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে দুপুর পৌনে ১টারদিকে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে একই ক্যাম্পের ডি-ব্লকে ৩৪৫নং রোমের বাসিন্দা আবু শামার পুত্র অভিযুক্ত আলী জোহার (৩২) কে আটক করে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,অভিযোগের ভিত্তিতে আটক আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ক্যাম্পের স্থানীয় রোহিঙ্গারা জানান,দীর্ঘ দুই বছর ধরে ধর্ষিত নারী ও ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি ধর্মের ভাই-বোন হিসেবে চলাফেরা ও মেলামেশা করে আসছে। হয়তো কোন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ-বিরোধ হলে এই ধরনের অভিযোগ আসে। ধর্ষণের ঘটনা সত্যি হয়ে থাকলে ধর্ষককে কঠোর শাস্তির আওতায় আনা হোক আর ষড়যন্ত্র হলে কোন নারী যাতে আগামীতে এই ধরনের অভিযোগ এনে কাউকে হয়রানি করতে না পারে সেই পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *