শাকুর মাহমুদ চৌধুরী উখিয়া: কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ সনজুর মোরর্শেদ শাহীন (ওসি) সরকারের ঘোষিত মাদক নির্মুলের জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্হানে রয়েছেন। সীমান্ত জনপথ উখিয়াকে মাদক মুক্ত করতে নড়ে চড়ে বসেছেন।

ইয়াবার করাল গ্রাস থেকে সমাজের যুব সমাজকে বাঁচাতে ও মরিয়া হয়ে উঠেছেন। কাজ করছেন নিরলস ভাবে। আইনশৃংখলা পরিস্হিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সকল পুলিশ বাহিনীকে ঢেলে সাঁজিয়েছেন।

এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই, খুন খারাপি রোধকল্পে রয়েছেন সদা সজাগ। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়াকে কড়া নজর দারিতে রাখছেন। ইয়াবা সাথে জড়িত কাউকে সাড় দেওয়া হবে না বলে ও জানান।
গতকাল ১৭ আগষ্ট রাত ৯ টায় ভোরের কাগজের সাথে একান্ত আলাপচারিতায় তিনি উখিয়াকে শান্তির জনপদ ঘোষণা করেন।

তিনি এ প্রতিবেদককে আরো বলেন, উখিয়ার প্রান্তিক জনপদ থেকে যেকোন মুল্যে সবধরনের মাদক – ইয়াবা নির্মুল করতে পুলিশ কঠোর ভাবে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *