আমিনুল ইসলাম বাহার,পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের সৌদি শাখার নব কমিটিতে পেকুয়া সদর ভোলাইয়্যা ঘোনা এলাকার সৌদি প্রবাসী কে এম শোয়েব মাহামুদ কে সভাপতি ও মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী আজিজ হোছেন কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
২৪ সেপ্টেম্বর উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক মোহাম্মদ জাহেদুল ইসলাম সদস্য সচিব শাহাদাত হোছেন আরিয়ান সাক্ষরিত ৮৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় আগামী ১ বছরের জন্য।
সৌদি শাখার নব কমিটির সভাপতি কে এম শোয়েব মাহামুদ বলেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে প্রবাসীদের অধিকার আদায়ে দায়িত্ব পালন করে যাবে।
সাধারণ সম্পাদক আজিজ হোছেন বলেন, কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক ও সদস্য সচিবের কাছে আমরা কৃতজ্ঞ। সংঘটনের গতি বাড়াতে এই কমিটি অনেক গুরুত্ব বহন করবে। আমরা চেষ্টা করবো সৎ ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে প্রবাসী ভাইয়ের সমস্যা সামাধান সহ যেন দেশের অসহায় মানুষদের পাশে থাকতে পারি।
