নিজস্ব সংবাদদাতাঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা বালিকা ফুটবল দল। কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে নেন দলটি।

৬ মার্চ বিকেল ৩ টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

পুরো খেলায় দু’দলের খেলোয়াড়দের মাঝে ছিল টান টান উত্তেজনা। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি কোন দল। গোল শূণ্য অবস্থায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে চলে যায়। আর এতে ৪-৩ গোলে এগিয়ে যায় মহেশখালী উপজেলা বালিকা ফুটবল দল।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার পান মহেশখালী বালিকা ফুটবল দলের খেলোয়াড় সুমাইয়া এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন গোলরক্ষক সানজিদা আখি।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাহিদ ইকবাল সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা আওয়ামিলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদদীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজীজ সুজন প্রমুখ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *