সাখাওয়াত হোসাইন,
চাঁদা না দেওয়ায় টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় ফোর্টিস গ্রুপের এক কর্মকর্তার হাতের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভের পাশে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
আহত নুর হোছেন সামিম (৩৩) ফোর্টিস গ্রুপের ল্যান্ড কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
নুর হোছেন সামিম জানান, টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় ফোর্টিস গ্রুপের একটি জায়গাতে বাউন্ডারি নির্মানের কাজ শুরু হয়। সেখানে স্থানীয় সন্ত্রাসী আবদুল মতলব, তার দুই ছেলে পিয়ার হোসেন ও নাজির হোসেনসহ কয়েকজন মিলে ফোর্টিস গ্রুপের নির্মানকাজে বাধা প্রদান করেন। এবং ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন। অন্যথায় নির্মাণ কাজ বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে আসছেন দীর্ঘদিন ধরে। দাবীকৃত টাকা দিতে না পারলে তাকে ওই সন্ত্রাসী গ্রুপ কুপিয়ে রক্তাক্ত করে এবং হাতের আঙ্গুল কেটে নেন বলে জানান তিনি।
প্রাথমিক চিকিৎসা শেষে ফোর্টিস গ্রুপের ল্যান্ড কর্মকর্তা নুর হোছেন সামিম স্থানীয় চাঁদাবাজ আবদুল মতলব, তার দুই ছেলে পিয়ার হোসেন ও নাজির হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, বাহারছড়া ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার গুরা চানের ছেলে আবদুল মতলব দীর্ঘ দিন ধরে ফোর্টিস গ্রুপের ল্যান্ড অফিসার সামিমের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ল্যান্ড অফিসার চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে উল্লেখিত চাঁদাবাজ ক্ষিপ্ত হয়ে বড় রকমের ক্ষতি সাধসাধন করার হুমকি প্রদান করে। এর জের ধরে গত মঙ্গলবার (৪ এপ্রিল ) বিকাল ৫টার দিকে ল্যান্ড অফিসার সামিমের কর্মস্থলে গিয়ে ইফতারের সময় অতর্কিত ভাবে আব্দুল মতলব, তার দুই ছেলে পিয়ার হোসেন, নাজির হোসেন এবং অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে জানতে টেকনাফ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের সাথে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
