নিজস্ব প্রতিবেদক,
একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই। বুধবার (২ আগস্ট) ভোর ৩.৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ…. রাজেউন)। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার একেবারে অবনতি হলে গত সপ্তাহে তাকে দেশে নিয়ে আসার হয়। তিনি এতোদিন রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎধীন ছিলেন। মেহেদী পরিবারের শোক: আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মেহেদী পত্রিকার প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। তিনি আজাদ তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।