নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানের নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমতিয়াজ মাহফুজ ভূইয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ব্লক বি-৫২ ক্যাম্পের মোস্তাক আহমদের ছেলে জাহেদ হোসেন (৪৫) ও একই ক্যাম্পের ইয়াসিন এর ছেলে সিরাজ উদ্দিন (২০)।

 

নাইক্ষ‌্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান জানান, ইয়াবাসহ আটকৃত ব‌্যক্তিদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *