নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে জেলেরা মাছ ধরে ফেরার পথে একটি ট্রলার ডুবে গিয়েছে। এঘটনায় সমুদ্রে নিখোঁজ রয়েছেন এক জেলে। এসময় সাগরে ভাসমান অবস্থায় ৪ জেলেকে আরেকটি ট্রলার এসে তুলে নিলে প্রাণে রক্ষা পান তারা৷ শুক্রবার (০২ আগষ্ট) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক বকসু মিয়া জানান- প্রতিদিনের ন্যায় ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু জেলে আবদুর রহমান উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরে এসেছেন।

টেকনাফের সাবরাং ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন জানান- ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। ট্রলারে থাকা অন্য জেলেরা নিরাপদে বাড়ি ফিরেছেন বলে জেনেছি।

টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি জানান- বৈরী আবহাওয়ার ফলে বেশ কিছুদিন ধরে উত্তাল রয়েছে সমুদ্র। আবহাওয়ার সংকেত উপেক্ষা করে জেলেদের মাছ শিকারে যাওয়া মোটেও উচিত হয়নি। নিখোঁজ যুবকের সন্ধান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *