মো. মনছুর আলম, চীফ রিপোর্টার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৭নং ওয়ার্ডের উত্তর দরগাহ পাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় সন্ত্রাসী হামলায় সৌদি প্রবাসী ফোরকান আহমেদের স্ত্রী রোকসানা আকতার (৪০) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈদগাঁও উপজেলার ৭নং ওয়ার্ডের উত্তর দরগাহ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

আহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী চক্র তাদের ওপর হামলা চালিয়ে আসছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় হামলাকারীরা হলেন- রোকসানা আকতারের ভাসুর মোহাম্মদ হোসেন প্রকাশ খাদেমের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন প্রকাশ রুবেল (৩৫), মোহাম্মদ আল সায়েদ (২২), মোহাম্মদ জয়নাল আবেদিন প্র: দুদু মিয়া (৩৫), শরীফা আক্তার (২৮) ও নাজমা আক্তার (৩০) এর নেতৃত্বে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল পনেরো বছরের ভোগদখলীয় বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে দফায় দফায় হামলা চালায়। তারা ওই সময় রোকসানা আকতারের ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। রোকসানা আকতার বাধা দিলে লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনার আগে, গত ২৮ জানুয়ারি একই সন্ত্রাসী চক্র রোকসানা আকতারের ওপর আরও কয়েক দফায় হামলা চালায়। ওই হামলায় তার কলেজপড়ুয়া মেয়ে নাদোয়া আল কারাম আহত হন। সেই ঘটনার অভিযোগ ঈদগাঁও থানায় তদন্তাধীন রয়েছে।

আহত রোকসানা আকতারের পরিবার জানিয়েছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে, এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য ও ভয়ভীতির কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *