আমিনুল ইসলাম বাহার,পেকুয়াঃ

কক্সবাজারের পেকুয়ায় করোনার প্রভাব হচ্ছে দ্রুত গতিতে।

বিগত ১৬ মাসে করোনা সনাক্ত হয়েছিল ৩২৫ জনের যেখানে জুলাই মাসের ১ থেকে ২৭ তারিখের মধ্য সনাক্ত করা হয় ১৮০।

এই নিয়ে উপজেলায় পজিটিভ সংখ্যা ৫০৫ মোট সুস্থ ৩৫২
মৃত্যু হয়েছে ৪ জনের
সক্রিয়কেইস ১৫০
হোমআইসোলেশানে আছে-১৪১জন।
হাসপাতালে ভর্তি আছে আরো ৯ জন।

ডা: মুজিবুর রহমান জানান, করোনার এই তৃতীয় ঢেউ সামলানো কঠিন হয়ে পড়বে যআ আপনাদের আমাদের অনুমানকে ও ছাড়িয়ে যেতে পারে।
কঠোর লকডাউন, সাটডাউন, কঠোর বিধি নিষেধ কোন ঔষধেই কাজ হচ্ছেনা।
সকলে কষ্ট করে কিছুদিন ঘরে থাকুন। মাস্ক পড়ুন স্বাস্থ্য বিধি মেনে চলুন।তা না হলে কয়েকদিন পরে কোন হাসপাতালে সীট খালি থাকবে বলে মনে হচ্ছেনা।সময় থাকতে সাবধান হওয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *