সাখাওয়াত হোসাইন: কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার (২৪ই মার্চ ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা গেছে, কাউন্সিলদের মতামতের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্ব প্রত্যাশা করছেন এই সন্মেলনে। পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বর্ণীল সাজে সজ্জিত করা হয়েছে কক্সবাজার শহরসহ সন্মেলনস্থল আশে পাশের এলাকা। পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এর প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার নেতাকর্মীদের মাঝেও। সন্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে উৎসবের আমেজ।
এদিকে দীর্ঘদিন পর এই সম্মেলনের মাধ্যমে পৌর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, তাই পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ব্যনার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন দলীয় ব্যাক্তি সমর্থক নেতাকর্মীরা। এতে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে সাজ সাজ রব।
ইতোমধ্যে পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে যেসব প্রার্থীর নাম মাঠে শোনা যাচ্ছে। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু। সালাউদ্দিন সেতু পৌর আওয়ামী লীগের বর্তমান নজিবুল ইসলাম উজ্জ্বল কর) কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছেন।
কাউন্সিলর সালাউদ্দিন সেতুর উজ্জ্বল পথচলাঃ শহরের বৃহত্তর মোহাজের পাড়া ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কাউন্সিলর সালাউদ্দিন সেতু। পরবর্তীতে পৌর ছাত্রলীগের (বেন্টু দাদার) কমিটিতে সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের (নুরুল আজিম কনক এম.এ মনজুর) কমিটির উপ-প্রচার | সম্পাদক, পৌর যুবলীগের আহবায়ক (মাহমুদুল হক মাদু-শোয়েব ইফতেখার) কমিটির সদস্য, পৌর আওয়ামী লীগের (মুজিবুর রহমান ফখরুল ইসলাম গুন্দু) কমিটির সদস্য এবং সর্বশেষ পৌর আওয়ামী লীগের (মুজিবুর রহমাম-উজ্জ্বল কর) কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দক্ষ সংগঠক, দলের দুঃসময়ের ত্যাগী নেতা ও ক্লিন ইমেজের দুই প্রার্থীকে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত দেখতে চাই।
কে হচ্ছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের নতুন কান্ডারী ? এ প্রশ্নকে ঘিরেই সবার আগ্রহ আজ (২৪ ই মার্চ) সন্মেলনের দিকে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মোঃ স্বপন, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। উদ্বোধক হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সাবেক সাংসদ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান ও নাজনীন সারোয়ার কাবেরী। দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করবেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজিবুল ইসলাম। প্রথম অধিবেশন সঞ্চালনা করবেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
