রামু প্রতিনিধি : হতদরিদ্রদের কাজের বিনিময়ে অর্থ এই প্রকল্পের আওতায় রামু কাউয়ারখোপ ইউনিয়নে ৩ টি প্রকল্পের কাজ(মাঠি দিয়ে রাস্তা সংস্কার) উদ্ভোধন করা হয়েছে। ১৭ই মে মঙ্গলবার কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম উক্ত প্রকল্পের উদ্ভোধন করেন। উদ্ভোধনকালে তিনি বলেন, হতদরিদ্রদের কাজের বিনিময়ে যে অর্থ সেটি একটি খুবই কল্যাণজনক কাজ,সে প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি হেলভেটাস বাংলাদেশ নামক এই এনজিও সংস্থাটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের এই কল্যাণজনক কাজের সার্বিক অগ্রগতি কামনা করছি।

তাছাড়া উক্ত প্রকল্প উদ্ভোধনে উপস্থিত ছিলেন হেলভেটাস বাংলাদেশ এর অত্র প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সেলিম উদ্দিন,ফিল্ড অফিসার আফসানা আমিন,মোঃ ফাহিম সহ সুমাইয়া আকতার (তানু),এডলিন দেসা ও ইন্জিনিয়ার রনি দাস প্রমুখ হেলভেটাস বাংলাদেশ এর পক্ষ হয়ে উপস্থিত ছিলেন।

হেলভেটাস বাংলাদেশের অত্র প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সেলিম উদ্দিন জানান, জার্মান কো-অপারেশনের অর্থায়নে হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের মাধ্যমে রামু উপজেলার ৪ টি ইউনিয়নের (কাউয়ারখোপ, রাজারকুল,দক্ষিন মিঠাছড়ি , খুনিয়াপালং) GIZ+ livelihood intervention এর আওতায় সর্বমোট ৯ টি প্রকল্পের প্রায় দৈর্ঘ ১১ হাজার ফুট ও প্রস্থ ৮ ফিট মাঠির রাস্তা ও বেড়ীবাঁধ সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়। কাউয়ারখোপ ইউনিয়নের ৪ ও ৭ নং ওয়ার্ডের ৩ টি প্রকল্পের মাধ্যমে ১৩১ জন সুবিধাভোগী কাজের বিনিময়ে অর্থ কর্মসুচির মাধ্যমে বিকল্প কর্মসৃচনে সুযোগ পেয়েছে। আমরা আশা করছি সার্বিকভাবে প্রকল্প বাস্তবায়নে আমাদের সাথে থাকবেন।

তাছাড়া উক্ত প্রকল্পের উদ্ভোধনে কাউয়ারখোপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কায়েস,প্যানেল চেয়ারম্যান -২, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান তালুকদার, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য নুর নাহার বেগম,রামু উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান,বদিউর রহমান,মোহাম্মদ কালু,মোহাম্মদ কামাল,মোহাম্মদ কাজল,আলমগীর, মোহাম্মদ এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : কাজের বিনিময়ে অর্থ এই প্রকল্পের আওতাধীন শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *