সাখাওয়াত হোসাইন:

রাত পোহালে শরু অনুষ্ঠিত হবে কক্সবাজার পৌরসভা নির্বাচন। রবিবার (১১ জুন ) দুপুর হতে জেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এই নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন,পর্যটন নগরীতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। যেসব কেন্দ্রগুলো ঝুঁকিতে আছে সেগুলো আমরা আলাদাভাবে নজরদারিতে রাখব এবং সেখানে ফোর্স বাড়িয়ে দেব। কক্সবাজার পৌর নির্বাচন সুষ্ঠু করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যে নির্বাচন আচারবিধি ভঙ্গ করবে সে যে দলের লোকজন হোক তাকে ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের আলাদা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমাদের পুলিশের ৭৯০ জন সদস্য কাজ করবে।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৩টি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬। নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১৫ ম্যাজিস্ট্রেট,৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম, ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন

নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন উপলক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যেসব কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার যেসব কথা প্রচলন রয়েছে তেমন কোনো ঘটনাও ঘটবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *