বার্তা পরিবেশক
কর্তৃপক্ষের অনুমতি ও কোন ধরনের অভিযোগ ছাড়াই ক্ষমতার অপব্যবহার করলেন মহেশখালী মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুধু মাত্র মাতারবাড়ীর একজন সাংবাদিকের অনুরোধে এই বেআইনি কাজটি করে হেনস্তা করলেন একটি পারিবারের গৃহবধূদের। এমনটি অভিযোগ করলেন বাড়ীর মালিক মুছা কলিমুল্লাহ।
তিনি বলেন, তাহার অনুপস্থিতিতে মাতারবাড়ী মগডেইল তার বাড়ীতে গতকাল বুধবার রাত ৯টার সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে কোল পাওয়ারের কিছু চোরাই মাল বাড়িতে আছে তাই বাড়ি তল্লাশি করতে চায় বলে আন্দরমহলে ডুকতে চায় পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। পুরুষশুন্য বাড়ীতে এতলোক ডুকা যাবেনা বললে বাড়ীতে থাকা মহিলাদের গালি গালাজ ও হেনস্তা করার চেষ্টা করে। পরে মহিলারা বাধ্য হয়ে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর ও কালো বেটে করে সাংবাদিক পরিচয়ে একজনকে বাড়ী তল্লাশীর অনুমতি দেন। তারা সমস্ত বাড়ী তন্ন তন্ন করে খোঁজেও অবৈধ কিছু না পেয়ে শুন্য হাতে ফিরে আসে। এ সময় এনএসআই পরিচয় দিয়ে মহিলাদের সাথে তর্ক করেছেন এক ব্যক্তি। তবে মাতারবাড়ীতে থাকা গোয়েন্দা সংস্থার কোন লোক এ অভিযানে যায়নি বলে নিশ্চিত করেন গোয়েন্দা অফিস সূত্রে।
এলাকাবাসীর প্রশ্ন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার পাশে ভুয়া এনএসআই পরিচয়ে অভিযানে সাথে থাকে কি ভাবে? আর কোন ধরনের অভিযোগ ছাড়া উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে একজন ওসি পদমর্যাদার কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করে কিভাবে? এ ভাবে আর কতজনকে হয়রানি করেছে এটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন সচেতন জনতা।
এ বিষয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্প ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাফিজুর রহমান নামক এক সাংবাদিকের অনুরোধে বাড়ী তল্লাশী করেছি। কোল পাওয়ারের মাল তার বাড়ীতে আছে বলে তথ্য দেয় ঐ সাংবাদিক। কিন্তু তল্লাশী করে কিছুই পাইনি। কোল পাওয়ারের পক্ষ থেকে মালের জন্য আপনার বরাবরে লিখিত বা মৌখিক কোন অভিযোগ করেছে কিনা প্রশ্নের উত্তরে কেউ কোন অভিযোগ করেনি বলে জানান। কোল পাওয়ার কর্তৃপক্ষ কিংবা উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোল পাওয়ারের বাইরে কোন অভিযান পরিচালনা করার এখতিয়ার আছে কিনা জানতে চাইলে তিনি কথা প্যাঁচাচ্ছেন কেন বলে ফোন কেটে দেন।
এবিষয়ে কোল পাওয়ার কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা মির্জানুল হাসান বলেন, ঐদিন রাত দশটায় আমি ডিউটিতে এসেই এ বিষয়ে শুনেছি। কোল পাওয়ারের অনুমতি বা অভিযোগ ছাড়া এ ধরনের বাইরে অভিযান করা যথাযত নয়। ওসি জাহাঙ্গীর আজ ছুটিতে আছে। আসলেই এ বিষয়ে তার সাথে বসবো।