উপকূলীয় প্রতিনিধি
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগ ও তারেক বাহিনীর ছোড়া গুলিতে নিহত মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা খউস্বর পরিবারের কৃষক মোহাম্মদ বাদশাহার সন্তান শহীদ তানভীর সিদ্দিকী হত্যা মামলার অন্যতম আসামি উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও মাস্টার মাইন্ড নোমানসহ অপরাপর সন্ত্রাসীদের গ্রেফতার ও শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ সচিবালয় ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আবেদন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় ঢাকা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ আবেদন করেন নিহত তানভীর সিদ্দিকীর ভাই মিজানুর রহমান মাতাব্বার। এছাড়া ব্যবস্থা নিতে অনুলিপিসহ অবগত করেছেন বনানী নৌবাহিনীর সদর দপ্তরে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও তারেক বাহিনীর ছোড়া গুলিতে চট্টগ্রাম আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র তানভীর সিদ্দিকী নিহত হন। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে মাস্টার মাইন্ড নোমানের সহযোগিতায় বহদ্দারহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরে গত ১৬ আগস্ট নিহত তানভীর সিদ্দিকীর পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ৪ নম্বর আসামি করা হয় তারেক বিন ওসমান শরীফ, নোমানসহ জড়িত অনেককে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে তানভীর হত্যা মামলার অন্যতম গডফাদার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান তারেক বিন ওসমান শরীফ মাস্টার মাইন্ড নোমানসহ অন্যন্যা সন্ত্রাসীদের এখনোও গ্রেফতার করা সম্ভাব হয়নি। এছাড়া ইতিমধ্যে আমাদের ছোট ভাই 8শহীদ তানভীরের নিজ পৈত্রিক ভূমিতে বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে শহীদ পরিবারের জন্য উপহার স্বরূপ বীর নিবাস ঘর নির্মাণ করে দিচ্ছেন। কাজ বর্তমানে চলমান। এমতাবস্থায় পাহাড়ে অবস্থান নেওয়া তারেকের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বিভিন্ন মাধ্যমে তানভীর হত্যা মামলা তুলে নিতে সহ বিভিন্ন হুমকি-দমকি দিচ্ছেন। এতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের সু-নজরের পাশাপাশি সন্ত্রাসী তারেক মাস্টার মাইন্ড নোমানসহ সহ তার বাহিনীর সকল সদস্যকে গ্রেফতারের জন্য আবেদন করছি।
এছাড়াও শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবারের সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থানরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারসহ সকল আইনশৃংখলা বাহিনীর কাছে নির্দেশ দিলে চির কৃতজ্ঞ থাকার অনুরোধ জানানো হয়।
অভিযোগকারী শহিদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান মাতাব্বর জানান, আমার ভাই হত্যার আসামী তারেকসহ সকল আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এছাড়া প্রশাসন যেন আমাদের পরিবারের নিরাপত্তা সবসময় দেয় সে সহযোগিতা কামনা করছি।
