শহিদুল ইসলাম ইমরান

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় রুকন উদ্দিন (৩২) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেমবর) সকাল ১১টার দিকে নিজ বসত বাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান তিনি।

নিহতের ভাই তাজ উদ্দিন জানান, বাড়িতে বিদ্যুৎ সার্কিট ব্রেকার মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন রুকন। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওসি তদন্ত মো. মছিউর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আতাউল গনি ওসমানী জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *