নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম উলুচামারি আখির বাপের ঘোনা প্যাডান আলীর পাহাড়ের উপরে বস্তাবন্দি অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মাহাবুর রহমান (২২) একই ইউনিয়নের উলুচামারী হামজার ছড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
ওসি জানান- গত ৪ এপ্রিল সকালে ইজিবাইক নিয়ে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয় মাহাবুর। বের হয়ে আর বাসায় ফেরত আসে নাই। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে গত ১০ দিন যাবত তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখে। সোমবার পাহাড়ের উপরে বস্তাবন্দি অর্ধ গলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। লোকমুখে সংবাদ পেয়ে নিহতদের বড় ভাই সৈয়দ আলমসহ মৃতের পরিবারের লোকজন মরদেহের গায়ের কাপড়চোপড় দেখে শনাক্ত করতে পারে।
তিনি বলেন- মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।