নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে ছাগল ধানক্ষেতে প্রবেশ নিয়ে বাকবিতান্ডার জেরে মোহাম্মদ রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল যুবক।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের পশ্চিম পাশে ধানক্ষেতের মাঝে ফাতিয়া বরের পুকুরের পাশে ঘটে এ ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।
নিহত মোহাম্মদ রশিদ উত্তর নলবিলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এঘটনায় কামরুল হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান- রশিদ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, একটি ছাগল ধানক্ষেতে ঢুকে পড়া নিয়ে তর্কাতর্কির জেরে এই সংঘর্ষ বাধে বলে জানা গেছে।