আরফাত চৌধুরী: টানা ভারী বর্ষণে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। রেজুখালের পাড়ে নির্মিত সড়ক ভেঙ্গে শতাধিক বসতবাড়ি খালগর্ভে বিলীনের আশঙ্কা করছে স্থানীয়রা।
শনিবার(৩১জুলাই) সরেজমিনে দেখা যায়,বার বার সড়কটি নির্মাণ করা হলেও বেড়িবাঁধ না থাকায় সড়কে ভাঙন সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে খালে পানির উচ্চতা বেড়ে বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। প্রবল স্রোতের ধাক্কায় একমাত্র চলাচলের রাস্তাটি ভেঙ্গে যায়। দ্রুত সড়ক সংস্কার করে বেড়িবাঁধ নির্মাণ না করলে বসতবাড়ি খালে বিলীন হয়ে যাবে বলে জানান তারা।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান,রেজুখাল সংলগ্ন চরপাড়ার মানুষের যাতায়াতের জন্য কিছুদিন আগে সড়ক নির্মাণ করে দেওয়া হয়। পাহাড়ি ঢলের কারণে বার বার সড়কটি ভেঙ্গে যায়।
