নিজস্ব প্রতিবেদক উখিয়া: কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাকুর মাহমুদ চৌধুরীর কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে আজ রবিবার বিকাল ৪টায় উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত শাহাদৎ বার্ষিকীতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক তানভির শাহরিয়ার, সাংবাদিক আবুল লতিফ বাচ্চু, সাদেক হোসেন খোকা, শাহেদ হোছাইন মুবিন,মো: কাসেদ নুর, মুসলিম উদ্দীন, নুরুল ইসলাম প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আমজাদ হোসেন।
শোক সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, বলেন বঙ্গবন্ধু কোন দলের নয় তিনি সমগ্ৰ বাঙালি জাতির অভিভাবক।
বক্তারা, আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্পর্কে আগামি প্রজন্মকে অবহিত করার জন্য অভিভাবকের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।
