স্টাফ রিপোর্টার,উখিয়া: উখিয়ার বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে চেকপোস্টের সামনে তল্লাশি চালিয়ে ৩০লাখ ৭৫হাজার টাকা ও মোটরসাইকেল সহ দুজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,সোমবার(১৬ আগস্ট) দুপুরে ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্যাম্প-৯ ডিউটি চেকপোস্টর সামনে সন্দেহ হলে মোটরসাইকেল ও ৩০লাখ ৭৫হাজার টাকাসহ খুরুশকুল মনুপাড়ার বদিউল আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন রিয়াজ(৪০) ও আক্তার কামালের ছেলে রিয়াদ কামাল(২০) কে আটক করতে সক্ষম হয়।
৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম জানান, সোমবার দুপুরে পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্টে ডিউটিরত এএসআই মো. ফরিদুল আলম ও সঙ্গীয় ফোর্স নগদ ৩০লাখ ৭৫হাজার টাকা ও মোটরসাইকেল সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
