সাখাওয়াত হোসাইন 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে জাতীয় পার্টির সাংসদ সদস্য পদে লাঙ্গলের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো জেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উখিয়া- টেকনাফের
জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন ফরমটি জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক পার্টির আহবায়ক মুশারফ হোসেন দুলাল, কক্সবাজার জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক নুরুচ্ছফা সাগর, সদস্য সচিব আয়াছ মাহমুদ রনি, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাস্টার আবুল হোছাইন হেলালী, সদস্য সচিব জিয়াবুল হক, জেলা জাতীয় পার্টির সদস্য ও উখিয়া উপজেলার জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক জয়নাল, বখতিয়ার মেম্বার, উখিয়া উপজেলার জাতীয় পার্টির নেতা ও জেলা জাতীয় পার্টির সদস্য নুর হাকিম চৌধুরী, টেকনাফ উপজেলার জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মমতাজ আহমদ, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, টেকনাফ সদর ইউপির জাতীয় পার্টির আহবায়ক মো: ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাও মো: নোমান, সদস্য সচিব মাহমুদুল হক, সাবরাং ইউপির জাতীয় পার্টির আহবায়ক সৈয়দ আলম জাকু, সি: যুগ্ম আহবায়ক মাও: মোহাম্মদ ইলিয়াছ, সদস্য সচিব শওকত আলী, বাহারছড়া ইউপির জাতীয় পার্টির সভাপতি মমতাজ, সি: সহ সভাপতি, আবুল জব্বার, সহ-সাংগঠনিক ওসমান সরওয়ার, শাপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, হ্নীলা জাতীয় পার্টির আহবায়ক, হেলাল উদ্দিন (সার্বিয়ার) সহ উখিয়া-টেকনাফের জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশাপাশি অসংখ্য লাঙ্গল এর সর্মথন উপস্থিত ছিলেন।
এসময় কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) জাতীয় পার্টির সাংসদ সদস্য আসনের লাঙ্গল মার্কা পদপ্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন, উখিয়া টেকনাফের গরীব মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি। পরে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় আপনাদের মূল্যবান ভোট’টি প্রদান করে আমাকে বিপুল ভোটে জয় করবেন বলে আমি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *