আমিনুল ইসলাম বাহার, পেকুয়া:কক্সবাজারের পেকুয়া উপজেলায় পাল্লা দিয়ে বাড়ছে করোনা। একদিনে শনাক্তর হার ৪১% এর অধিক যা কল্পনাকে ও ছাড়িয়ে যায়।
শনিবার (১৭ জুলাই) পেকুয়া উপজেলায় ২৯ টা নমুনার পরীক্ষায় ১২ জন সনাক্ত করা হয়েছে।
যার প্রধান কারন স্বাস্থ্যবিধি না মানা।
বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার পরামর্শ দিয়েছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মুজিবুর রহমান অন্যথায় ঈদের পর পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
এক দিনের নমুনা পরীক্ষা ২৯
পজিটিভ ১২ পেকুয়া ৬ বারবাকিয়া ৫ মগনামা ১
এন্টিজেন ১০আরটি পিসিআর নেগেটিভ ১৭।
এই নিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত ৩৮৮ মোট সুস্থ হয়েছে ৩২৪ মৃত্যু বরণ করেছে ৪ জন
সক্রিয়কেইস ৬১ পেকুয়া ১৭ রাজাখালি ৬ শীলখালি ১ বারবাকিয়া ৮ মগনামা ১৫ টৈটং ১০ উজানটিয়া ২।
হোমআইসোলেশানে রাখা হয়েছে ৫৮ জন।
হাসপাতালে ভর্তি ০৩ জন।