আমিনুল ইসলাম বাহার,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির নতুন ঘোনা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নুরুল আলমের ছেলে। সৌদি প্রবাসী ছেলে মোঃ সালাউদ্দিনের দুইটি কিডনি অচল হয়ে যাওয়াতে একটি কিডনী দান করলেন গর্ভধারিণী মা মর্তুজা বেগম।
এ যেন ছেলের প্রতি মায়ের অসম্ভব ভালবাসা। ছেলেকে বাঁচিয়ে তুলতে মায়ের ২ টি কিডনি থেকে ১ টি কিডনি ছেলেকে প্রদান করে।
সালাহউদ্দিন দীর্ঘ দিন সৌদিতে প্রবাসে থাকার পর দেশে এসে বিয়ে করে।
বিয়ের ১ মাস না হতেই অসুস্থ হয়ে পড়ে।
মহামারী করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় তার অপারেশন হতে ডাক্তারেরা লম্বা সময় নেয়।
(২৮ জুলাই) বুধবার দুপুর ২ ঘটিকার সময়
ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট মিরপুর-২ এ
ডাঃশোয়াইব নোমানী অপারেশনের মধ্য দিয়ে সফলতার সাথে কিডনি প্রতিস্থাপন করতে সক্ষম হয়।