শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
Logo

দরিয়ানগর স্বর্ণপুরি হবে: আনম রফিকুর রশীদ

নিজস্ব প্রতিবেদক / ১১৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

দরিয়ানগর স্বর্ণপুরি হবে
আনম রফিকুর রশীদ

বাংলাদেশে দরিয়ানগর নামে এক বিভাগ হবে
দৃষ্টি নন্দন প্রদেশ হবে, পর্যটন রাজধানী হবে
নাগরিক আর পর্যটকের সুখস্বাচ্ছন্দ্য বাড়বে
বীচবালিকা ঝিনুক মালা গলায় পরে নাচবে
সাগর লতায় পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়বে
চমকে উঠে লাল কাঁকড়া মিছিল হ’য়ে ছুটবে
সোনার তনু বালিয়াড়ির ঢেউ-নকঁশায় শোবে
ঢেউ কুমারি গড়িয়ে এসে জল ছিটিয়ে ছোঁবে

সোনাদিয়ার মৎস্য পোনা- গিনি সোনা
মহেশখালীর মিষ্টি পান- সবুজ সোনা
খান ঘোনার গুড়ো লবন- সাদা সোনা
বঙ্গবন্ধু সাফারি পার্ক- অভয় সোনা
জিঞ্জিরা নারিকেল- প্রবাল সোনা
রামুর রাবার বাগান- তরল সোনা
কক্সবাজার অনাদিকাল সোনায় মোড়া র’বে
দরিয়া নগর স্বর্ণপুরি হবে, বিশ্ববাসী দেখবে।

মালেক শাহ আউলিয়া, দরবার কুতুবদিয়া
হযরত ওমর শাহ, অলি সম্রাট চকরিয়া
গাছের উপর চাঁই বসিয়ে কল্লা শাহ মাছ ধরে
পেঠান ফকির বনে ঘুরে হাতির উপর চড়ে
সুফিসাধক হযরত নুরুল হক ডুলা ফকির
মহেশখালীর তীর্থ পাহাড় আদিনাথ মন্দির

রাংকূটে মহামতি অশোকের স্মৃতি- দেখবে সবে
এখানে এসেছিলেন গৌতম বৌদ্ধ- জানবে সবে

এখানে মুক্তিযোদ্ধারা ঝড়বিক্ষুব্ধ উত্তাল সাগরে
সংগ্রাম অবিরত নাবিকের মতো অকুতভয় বীর;
মহাবীর শহিদ আবদুল হামিদ বীর বিক্রমে লড়ে
জীবনের বিনিময়ে বাঁচায় চির অপরাজেয় শির।

এখানে অমর প্রেমের অশ্রু ভরা মাথিং কূপ
মলকা বানুর কাজল চোখে মনু মিয়ার ধূপ

নাপ্পি ভাজা রূপচাঁদা লইট্টা-চিংড়ি লাক্কা শুটকি খায়
আমাদের মাতৃভাষায় সিরাজ সাঁই দইজ্জার গান গায়
দ্বীপদূত সেলিম উল্লাহ খান, তর্কে প্রদীপ জ্বালায় বেশ
সাগরপুত মুনুহু,’যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ’

বাংলা ভাষার বিশ্বসীমান্তে দরিয়ার শব্দশৈলী ঠেকবে
দরিয়ানগর স্বর্ণপুরি হবে, এবার অবাক বিশ্ব দেখবে।


আরো নিউজ বিভন্ন বিভাগের

আমাদের ফেইজবুক লাইক দিন

বাংলাদেশের মানচিত্র

Theme Customize By Monsur Alam