সাখাওয়াত হোসাইন,
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলার আহবায়ক ও চকরিয়া–পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস এর রোগ মুক্তি কামনায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর ) দুপুরে লাল দীর্ঘদির পাড়ে কক্সবাজার জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মো: ইলিয়াসের রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টি সদস্য সচিব নুরুল আমিন সিকদার ভুট্টো, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুগ্ম আহবায়ক মোসারফ হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব গিয়াস উদ্দিন প্রমুখ।